সংকলন
সুবাস-জড়ানো-অলিন্দে
আত্মশুদ্ধি আল্লামা তাকী উসমানী (হাফিঃ) আহমাদ সাব্বির

সুবাস জড়ানো অলিন্দে-৫ | আহমাদ সাব্বির

৪১, সফলতা নির্ভর করে ব্যক্তির ঈমান ও আমলের ওপর৷

৪২, পার্থিব জীবনের সফলতাই ব্যক্তির সার্বিক সাফল্য নয়; প্রকৃত সফলতা লাভ করেছে সেই যে, পার্থিব ও অপার্থিব উভয় জীবনেই সফল হতে পারলো৷

৪৩, আল্লাহতে বিশ্বাসী ব্যক্তি মাত্রেরই অাবশ্যিক কর্তব্য— রোজকার পাঁচ ওয়াক্ত নামাজ৷ ঈমান গ্রহণের পর মহান আল্লাহর পক্ষ থেকে সর্বাধিক গুরুত্বারোপ করা হয়েছে এই নামাজের ব্যাপারে৷ একজন বিশ্বাসী ব্যক্তির প্রকৃত সফলতা অর্জনের মাধ্যম এই নামাজ৷ কারুর নামাজ যত বেশি আন্তরিকতায় পূর্ণ; যত বেশি মনোযোগ সহকারে সে সিজদায় অবনত হয় মহান প্রভূর উদ্দেশে সে তত বেশি সফল৷ সাফল্যের চূড়া স্পর্শের জন্যে একজন মুমিনের প্রথম ধাপ— নামাজে তার খুশু’ এবং খুজু’৷ তার আন্তরিক মনোযোগ৷

৪৪, বর্তমান সময়ে অনেকের ভেতর আমি একটি বিস্ময়কর চিন্তা দেখে উঠি৷ এবং সত্যিই তাদের এই বিবেচনাবোধ আমাকে যারপরনাই বিস্মিত করে৷ তাদের কেউ জিহাদের ময়দানে আছে, কেউ আছে দীনি দাওয়াত ও তাবলীগের ময়দানে৷ কেউবা আছে আবার যারা রাজনীতির ময়দানে কাজ করছে৷ তারা মনে করে— আমি তো দীনকে পৃথিবীর বুকে সমুন্নত করবার কাজে ব্যাপৃত৷ বৃহত্তর কল্যাণের স্বার্থে আমি কাজ করে যাচ্ছি৷ আমার এই কাজের মধ্যে কখনও নামাজে খামতি চলে আসতে পারে৷ হতে পারে, জামাতে শামিল হতে পারলাম না৷ হতে পারে, নামাজ দুয়েক ওয়াক্ত কাজা হয়ে গেল৷ আর এই নামাজে খামতি এসে পড়ছে দীনের একটি বৃহত্তর খেদমাত আঞ্জাম দিতে গিয়ে৷ সুতরাং, যেহেতু এই কমতি হয়ে যাচ্ছে দীনেরই কোন কাজে ব্যস্ত হয়ে পড়ার কারণে অতএব আমার ওপর এর কোন প্রভাব পড়বে না৷ আমি মনে করি— এমন চিন্তা সুস্পস্ট ভ্রান্তি৷ যারা এই ভ্রান্তিতে ডুবে আছে তাদের এখনই গা ঝাড়া দিয়ে চৈতন্যে ফিরে আসা উচিত৷

৪৫, নিঃসন্দেহে আমরা উমার ইবনুল খাত্তাবের চাইতে বড় রাজনীতিক নই; নই তার চাইতে দরদী দায়ী! দীন সমুন্নত করবার জন্যে তার মতো মুজাহিদ আমাদের মধ্যে কে আছে! সেই তিনি -প্রাজ্ঞ রাজনীতিক, দরদী দায়ী এবং মহান মুজাহিদ- তার গভর্নরদের ফরমান পাঠিয়ে বলছেন— খবরদার! নামাজের ব্যাপারে কোনো অবহেলা নয়৷ নিঃসন্দেহে আমার নিকট নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কিছু নেই আর৷ যে নামাজের ব্যাপারে যত্নবান সে তার দীনের সংরক্ষণ করলো৷ আর যে নামাজকে ক্ষতিগ্রস্ত করলো তার কাছে অন্য সমস্তের ক্ষতি করা তুচ্ছ ব্যাপার৷

৪৬, বিশ্বময় আজ অমুসলিমদের জয়জয়কার৷ সর্বত্র আজ তাদের উত্থান দেখি৷ কই, তারা গুরুত্ব সহকারে দৈনিক পাঁচবার নামাজ পড়ে এমন তো শুনিনি— এভাবে বিবেচনা করতে যাওয়াটা বিরাট বোকামি৷ মহান আল্লাহ নামাজকে বলেছেন মুমিনের সফলতা লাভের সিঁড়ি৷ এটা মেনে নিয়ে নামাজে যত্নবান হওয়াটাই মুমিনের ইমানের দাবী৷

৪৭, সফলতার জন্যে কেবল নামাজ আদায় যথেষ্ট নয়৷ বরং নামাজ হতে হবে খুশু’ এবং খুজু’র সাথে৷

৪৮, খুজু’ দ্বারা উদ্দেশ্য— শরীর আল্লাহ তা’লার সমুখে পেশ করা৷ অযথা আন্দোলন থেকে বিরত থাকা৷ এমনভাবে স্থির থাকা যেন দূর থেকে নিথর স্তম্ভ মনে হয়৷ আর শরীরের প্রতিটি অঙ্গ স্থাপন করতে হবে সুন্নাত অনুসারে৷

৪৯, খুশু’— দেহের অভ্যন্তরীণ যে হৃদয় তাকে মহান রবের কাছে সঁপে দেয়া৷ নামাজের মধ্যে কেবল তাঁরই ধ্যানে ধ্যানী হতে হবে৷ তিনি ভিন্ন অন্য কারও চিন্তা মনে আশ্রয় দেয়া চলবে না৷

৫০, নামাজে দাঁড়াবার অর্থ— রাজাধিরাজের দরবারে দাঁড়িয়েছি আমি৷ আমার শরীর, আমার মন যেভাবে স্থির রাখি দুনিয়ার কোন সম্মানিত ব্যক্তির সম্মানার্থে সমানুপাতিক হারে তদ্রুপ স্থিরতা আনতে হবে নিজেতে৷ তবেই আমার নামাজ হবে খুশু’ এবং খুজু’ সমৃদ্ধ৷ যেই নামাজের প্রাপ্তি স্বরূপ ঘোষিত হয়েছে মহান সফলতা৷

সুবাস জড়ানো অলিন্দে সব পর্ব একত্রে

Related posts

নির্মল জীবন-৮ | ইমরান রাইহান

সংকলন টিম

শায়খুল ইসলাম আল্লামা তাকী উসমানী হাফিঃ এর নির্বাচিত বয়ান-৪

সংকলন টিম

মৃত্যুশয্যার এক হৃদয়গ্রাহী উপাখ্যান | হামিদ সরফরাজ

সংকলন টিম

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!