সংকলন
সুবাস-জড়ানো-অলিন্দে-৭
আত্মশুদ্ধি আল্লামা তাকী উসমানী (হাফিঃ) আহমাদ সাব্বির

সুবাস জড়ানো অলিন্দে-৭ | আহমাদ সাব্বির

৬১. আমাদের এক দুর্ভাগ্যের কথা বলি— আমরা আজ মুসলমান কেবল মসজিদে৷ জামাতের সাথে পাঁচবার নামাজ আদায় করছি, রমজান এলে তোড়জোড়ের সাথে রোজা রাখছি, ঘটা করে জাকাত প্রদান করছি, হজ করছি ফি বছর৷ কিন্তু বাজারে আমরা মুসলমান নই; অফিসে পারছি না নিজের মুসলমানিত্ব জাহির করতে৷ করছি না পরিবারস্থ লোকেদের ক্ষেত্রেও৷ ফলে আমাদের ইসলাম পূর্ণাঙ্গ হচ্ছে না৷ আল্লাহ তা’লা যে আহ্বান করেছেন— “তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো” সেই পরিপূর্ণরূপে প্রবেশটা হয়ে উঠছে না৷

৬২. ইসলামের পাঁচটি অংশ: (১) আকায়েদ৷ (২) ইবাদাত৷ (৩) মুআমালাত৷ (৪) মুআশারাত৷ (৫) আখলাক৷

৬৩. ইসলামকে পূর্ণরূপে যদি নিজের মধ্যে ধারণ করতে হয় তবে পূর্ণতা প্রদান করতে হবে এই পাঁচটি বিষয়েরই৷ কারুর কোনো একটি দিক অপূর্ণ থাকলে তার ইসলামে প্রবেশও অংশত বলে ধরে নেয়া হবে৷ তাকে বলা হবে না পরিপূর্ণ মুসলিম৷

৬৪. নিজেকে আল্লাহ তালার সামনে পূর্ণাঙ্গ মুসলিম হিসেবে উপস্থিত করবার জন্যে আকিদা-বিশ্বাস হতে হবে বিশুদ্ধ৷ ইবাদাতের মধ্যেও কোনো ত্রুটি থাকতে পারবে না৷ কেনা-বেচা, আর্থিক লেন-দেন হবে স্বচ্ছ; অস্বচ্ছ কিংবা অবৈধ কোনো কারসাজি থাকবে না তার লেন-দেনে৷ তদ্রুপ, অপরের সাথে তার নিত্যকার আচার-ব্যবহার হবে অমায়িক; কথা কিংবা কাজে সে কারও হৃদয় চূর্ণ করবে না৷ পরিপূর্ণ মুসলিম যে হবে তার অভ্যন্তরীণ আখলাক-চরিত্রও হবে ফুলের মতোন৷ সুঘ্রাণে- সুবাসে মোহময় করে রাখবে চারপাশ৷

৬৫. সত্যিকার মুসলিম হৃদয় কখনও বিস্মৃত হবে না— আল্লাহ তালা আমাকে দেখছেন৷

৬৬. আবদুল্লাহ ইবনে উমার বলেছেন— যতদিন মানুষের হৃদয়ে জাগরূক থাকবে “আল্লাহ আমাকে দেখছেন” ততদিন তার থেকে কোন অবিচার সংঘটিত হবে না৷

৬৭. হৃদয় খুঁড়ে কথাটি সেখানে বিদ্ধ করে নিন— শূকর খাওয়া যেমন অন্যায়, মদ পান যেমন অন্যায়, এসবের বিনিময়ে যেমন ভোগ করতে হবে শাস্তি; কাউকে কষ্ট দেয়া, কারও হৃদয় আঘাতে জর্জরিত করা তদ্রুপ অন্যায়৷ কিন্তু শূকর ভক্ষণ ও মদ্যপান থেকে বিরত থাকলেও কাউকে কষ্ট দেয়া থেকে আমরা বেঁচে থাকতে পারি না৷

৬৮. হুকুকুল ইবাদ, অপর মুসলমানের হক আদায় করার প্রতি ইসলাম বিস্ময়কর গুরুত্বারোপ করেছে৷ ইসলামকে যে আজ আমরা পৃথীবিময় বিস্তীর্ণ দেখি তা কেবল জিহাদ আর দাওয়াতের মাধ্যমে হয়নি৷ তার পেছনে ছিল মুসলমানের উত্তম আখলাখ৷ মুসলমানের সুবাসিত জীবনাচার, অন্যের সাথে তার মুগ্ধকর ব্যবহার ইসলামকে প্রোথিত করে দিয়েছে অজস্র অমুসলিমের হৃদয়ে৷ হৃদয় জয়ী হয়েছে তবেই না জয়ী হয়েছে দেশ, ভূ খণ্ড!

৬৯. মসজিদের মধ্যেই ইসলামকে সীমাবদ্ধ করে রাখবেন না৷ তাসবীহ জপা আর আল্লাহর নাম স্মরণ করাই কেবল ইসলাম নয়৷ ইসলাম আরও ব্যাপক৷ আরও বিস্তৃত৷ যা বিস্তৃত তাকে বিস্তৃত আঙ্গিনাতেই চর্চা করতে হবে৷ কোনো সীমায় তাকে সীমাবদ্ধ করে ফেলা হবে নির্বুদ্ধিতা৷

৭০. চলুন, অংশত নয়; বরং পূর্ণরূপে ইসলামে প্রবেশ করি৷ চলবে…(ইন শা আল্লাহ)

সুবাস জড়ানো অলিন্দে সব পর্ব একত্রে

Facebook Comments

Related posts

নির্মল জীবন-৮ | ইমরান রাইহান

সংকলন টিম

সালাফদের রমজান ও রমজানের আমল | আব্দুল্লাহ তালহা

সংকলন টিম

গাইরাতঃ মুমিনের অপরিহার্য গুণ | মাহমুদ সিদ্দিকী

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!